একটি পোকার কারণে মুহূর্তে থেমে গেলো ২৬টি ট্রেন

   |    ০৪:১৭ পিএম, ২০১৯-০৬-২৪


একটি পোকার কারণে মুহূর্তে থেমে গেলো ২৬টি ট্রেন

জাপানের দক্ষিণাঞ্চলে ছোট একটি পোকার জন্য থামতে হলো ২৬টি ট্রেনকে। এতে প্রায় ১২ হাজার যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয় বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য দায়ী ছিল একটি ছোট্ট পোকা। ওই পোকাটি রেললাইনের বিদ্যুৎ পরিবহন ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছিল। এর ফলে কয়েক ডজন ট্রেন থেমে গিয়েছিল। জাপানের রেল বিভাগের কর্মকর্তারা বলছেন, রেললাইনের পাশে থাকা একটি বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে ঢুকে গিয়েছিল ছোট পোকাটি। তাতেই অকেজো হয়ে গিয়েছিল যন্ত্রটি।

এ বিষয়ে জাপানের কিয়ুসু রেল বিভাগের কর্মকর্তারা জানান, পোকাটি রেললাইনের পাশে থাকা একটি বৈদ্যুতিক যন্ত্রে মধ্যে ঢুকে গিয়েছিল। এতেই অকেজো হয়ে গিয়েছিল যন্ত্রটি।

রেলওয়ের এক মুখপাত্রের ভাষায়, ওই ছোট পোকাটির চলাফেরায় শর্ট সার্কিট হয় যন্ত্রে। পোকাটি পুড়ে মারা যায়। এতে বিদ্যুতের অভাবে থেমে যায় ট্রেন।’

তবে জাপানের রেল বিভাগের কর্মকর্তারা এএফপি’কে বলছেন, এই ধরনের ঘটনা দুর্লভ।

 

সূত্র: কালেরকণ্ঠ